পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为动该b" নবীনচন্দ্রের গ্রন্থাবলী । । হাং সৰ্বশেষ পুৰাং অতিক্ৰম করি, এ এক ঘণ্টাকল আরোহণের পর, বামুদেশে উপস্থিত হই সামুদেশ উত্তর দক্ষিণে মাইল তিন দীর্ঘ, এবং এক মাইল সমতলভূমি। ইগর উভয় পার্শ্ব হইতে মধ্যস্থল ঈষৎ নিম্ন। তাহাতে নানা স্থানে জলাশয় নিৰ্ম্মিত হইয়াছিল। এই প্রশস্ত সামুদেশ বেষ্টিয়া দুর্গপ্রাচীর এবং প্রাচীরের মধ্যে লক্ষ বীরপুরুষের পুণ্যধাম চিতোর নগর অবস্থিত ছিল। এখন তাহার ভগ্নাবশেষে পরিপূর্ণ। 5ि८उi१ १४न १कर्छ भशंभ्र*नि । ५थन७ ह८न ट्रान ६९ठকুও, ঘৃতকুণ্ড ইত্যাদি বর্তমান রহিয়াছে। যুদ্ধের সময় তাহ পূর্ণ রাখা হইত। হায় ! হায় । আজ সেই বীরনগর, সেই বীরপুরুষ সকল কোথায় গেল ? আমরা প্রথমে মাতা পরিণী দেবীর আবাসস্থান দেখিতে মই। শুনিলাম, তাহার চিহ্নমাত্রও ছিল না। ভূতপূৰ্ব্ব মহারাঞ্জ সজ্জন সিংহ এক জন প্রকৃত সজ্জন ছিলেন? তিনি চিতোরের ঐতিহাসিক স্থানগুলির পুননিশ্বাণ করিতেছিলেন। তাহার মুযোগ্য উত্তরাধিকারী তাহ বন্ধ করিয়াছেন। সজ্জন সিংহ পরিনীর আবাসস্থানের ভিত্ত্বি খুজিয়া কয়েকটি দেওয়াল তুলিয়ছেন এবং কয়েকট ক্ষুদ্র কক্ষ নিৰ্মাণ কৰিয়া রাখিয়ছেন। অষ্ট্রলিৰাশিবে স্কটকের নক্ষত্র, সতীৰে ধ্বঙ্গার মত, স্বৰ্য্যলোকে ধক্ ধৰ্ব্ব করিয়া জ্বলিতেছিল। পর্শ্বে একটী ক্ষুদ্র সরোবরের মধ্যে একটী ক্ষুদ্র দ্বিতগ গৃহ। পঞ্জিনী দেবী তাহাতে ক্রীড়া করিতেন । যে সৌন্দর্ঘ্যের প্রতিবিম্বমাত্র দিল্লী উন্মত্ত করিয়াছিল, সেই ঘোরতর শোকনাটক ঘটাইছিল, যাহার জন্তে এত বীরগণ যুদ্ধে প্রাণ বিসর্জন কবিয়াছিলেন যে, তাহাজের উপবীত পরিমাণে ৭ai যা হইয়াছিল । সেই সৌদর্ঘ্যের এইমাত্র তচিহ্ন চিতোরে দ্বিমান হিয়াছে। । *: