পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৩৮ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। সে সঙ্গীত, সে সৌরভ, স্বৰ্গ নিরমল ;– মূৰ্ছিত হইয়া বাম পড়িল আবার। _ অষ্টম সর্গ। --سم **:سطہ সূৰ্য্যমুখী । নিৰ্ম্মলা নক্ষত্রময়ী কৃষ্ণা অষ্টমীর মিণি, স্বচ্ছ সলিলের মত স্বচ্ছ অন্ধকার । মনস্ত নক্ষত্ররাশি ফুটেছে নিৰ্ম্মলাকাশে, ফুটিয়াছে হিরণতি । বক্ষেতে তোমার । বসিয়া রমণী এক নীরব আনতমুখী । দ্বিতীয় শায়িতা অঙ্কে, নীলক্তের হার, , মূৰ্ছিত, মুদিত-নেত্রী ; পার্শ্বে এক বীরোত্তম জানু পাতি ভূমে ; মুখে কথা নাহি কার। অঞ্জলি করিয়া বারি ধিছেন বীরবর, . নির্মীলিত নেত্ৰে, চারু ললাটে বামার । কুন্তল আলুলায়িত পড়িয়াছে ধরাতলে, অষ্টমীর অন্ধকার করিয়া আঁধার । নিৰ্মীলিত নীলোৎপল ধীরে ধীরে উন্মেষিল একবার আত্মছার চাহি শূন্ত পানে, আবার মুলি জাখি কি হুখের স্বপ্নে যেন, কি প্রথমরিা যেন পশিয়াছে প্ৰাণে। আবার আবার রাম মুদিয়া মেলিয়া আঁখি,