পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র। : లి(t তিনি গণিলেন, এরূপ ৩২টা কর-চিহ্ন আছে। কিন্তু খাহা । কি অযত্নে পড়িয়া আছে। . আমাদের হৃদয় ভাঙ্গিয়া গেল । আমি সাহেবটীকে বলিলাম— “তোমার পাওনিয়ার’ পত্রিকা আমাদিগকে অজস্র ধারায় গালি দিতে পারে, কিন্তু এই যে পুরাতন ঐতিহাসিক কীৰ্ত্তি ধ্বংস হইয়া যাইতেছে ; এই ষে পবিত্র আত্মবিসর্জনের নিদর্শন সকলের একটা টেবলেট্‌ মাত্রও নাই, ইহার প্রতি কি তোমাদের কখনও চক্ষু পড়ে না ? কোন কোন সাধবী এরূপে প্রাণ বিসর্জন করিয়াছেন, তাহদের নামের একটী তালিকা ও ঘটনার কাল, এস্থানে কি রাখা কৰ্ত্তব্য নহে ? এ স্থানট একটী পবিত্র তীর্থের মত কি রক্ষিত হওয়া উচিত নহে ? এই স্কুর্গে কত ঐতিহাসিক ঘটনা ঘটিয়াছে, তাহান্ত অঙ্গে কি সে সকল লিখিত থকা উচিত নহে ?” সাহেব লজ্জিত হইয়া বলিলেন, এই প্রথম ব্যক্তির সঙ্গে তাহার সাক্ষাৎ হুইল, যে এরূপে তাহার চক্ষু খুলিয়া দিন। তিনি ১৩ বৎসর ভারতে কাটাইয়াছেন, কই, কেহ ত এরূপ কথা বলেন নাই । তিনি এখন ভারত ছাড়িয়া যাইতেছেন, তথাপি ইহা ভুলিবেন না । তিনি এত প্রীত হইলেন যে, বরদার সহকারী মন্ত্রীর কাছে, আমার সাহায্যের জন্যে, এক পত্র দিলেন, এবং বম্বে গেলে, র্তাহার সঙ্গে দেখা করিতে অনেক করিয়া বলিলেন । রাজার জনৈক উচ্চ কৰ্ম্মচারী, এরূপ কথা শুনিয়া আমাকে নিমন্ত্রণ করিলেন, এবং এ বিষয়ে তিনি মনোযোগী হইবেন, বলিলেন । তাহার পর, সেই তিন সহস্ৰ ফুট উচ্চ শৈলশেখরের উপরে অখপদাঘাতে প্রস্তরে অগ্নিস্ফূলিঙ্গ তুলিয়া, আমরা রাজার প্রকাও একখানি যুড়িতে গৃহে ফিরিয়া আসিলাম। i আসিবাৰ সময়ে পণ্ডিত জীবানন্দ, শ্বেত-প্রস্তরের দুই সেট চার পেয়াল ও রেকবি দিলেন। তাহার এবং হরদয়াল সিংহের ।