পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3నలి নবীনচন্দ্রের গ্রন্থাবলী । r ফটোগ্রাফ দিলেন। উক্ত সাহেব এবং হরিশ ধাধু রাজার যুড়িতে আমাদিগকে ট্রেণে উঠাইয়া দিলেন। ষ্টেশনে আবীর প্রতাপ সিংহের সঙ্গে দেখা । তাহার এক জন শরীরবৃক্ষককে দিল্লীর সৈন্ত-ব্যায়ামে যোগ দিবার জন্তে পাঠাইতে আসিয়াছেন । তিনি আমাকে বলিলেন যে, তুমি যোধপুরে অতি অল্প সময় থাকিয়া চলিয়া যাইতেছ, আবার জাসিও। আমি বলিলাম, আপনার অনুগ্রহ থাকিলে আসিতে পারি। ষােহ লিখিলাম, তাহতে বুঝিবে, কি মুখে ও সম্মানে ভারতের পশ্চিম প্রাস্তে ষোধপুর দর্শন করিয়! গেলাম । - তারাচরণ বলিতেছেন, আমি লিখিতে ভুলিয়াছি যে, ষোধপুর হুর্গে এক সুবর্ণরঞ্জিত কক্ষ এবং স্ববর্ণ ও রঙ্গতে নিৰ্ম্মিত সিংহাসন দেখিয়াছি। बद्वक्ता । আমরা জয়পুর হইতে আজমীর, পুঙ্কর, চিতোর, এবং ধোধপুব-ইহাদেৱ বিষ পূৰ্ব্বে লিখিাছি-দর্শন করিয়া, বরদায় बांहे। दद्रनां व्र नझ्काद्रौ cबeब्राम दां भईौ, আমাদিগকে তাহার অতিথির মত গ্রহণ করেন। তারাচরণ সঙ্গে বলিয়া, আমি জাপা সাহেব রোণ্ডের ধৰ্ম্মশালায় অবস্থান করি। সহকারী মন্ত্রী মনিভাই শোগই আমাকে অনেক অযোগ করেন যে, পূৰ্ব্বে তাঁহাকে কোনও সংবাদ দিই নাই। তাহা হইলে তিনি আমাদের জন্তে ৰখোচিত বাসস্থান নিয়োজিত করিয়া রাখিতেন। রাজার গাড়ী, রাজার সিপাই ও কারকুন, আমাদের জন্তে নিম্নোৰিক্ত ধ। আর অতি সমানের সহিত বা দর্শন কৰি।