পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূর্ণ না হউক, নিড়ান্ত মন মহে। তাহার পার্শ্বে অসম্পূর্ণ আরো ২৩ টা ক্ষুদ্র গুম্ফা আছে। আমার বোধ হইল, ই শুদ্ধ বৌদ্ধক্ষের কর্তৃক্ষ তপস্তার জন্থে নিৰ্ম্মিত হইয়াছিল, পরে cदोक-दिल्लीবের পর, হিন্দুর অধিকার করিয়াছেন। তাহার প্রমাণ, দুই স্থানে ইট শিবলিঙ্গ বসান হইয়াছে, দেখিলে বেশ উপলব্ধি হয় যে, সেখানে অন্ত কোনও মূৰ্ত্তি ছিল, তাহ উঠাইয়া শিবলিঙ্গ স্থাপিত করা হইছে। গৰ্ত্তটা লিঙ্গ অপেক্ষ বড়। এই পৰ্ব্বত হইতে চতুৰ্দ্দিকস্থ সমুদ্রগর্ভে ভাসমান পাৰ্ব্বত্য দ্বীপপুঞ্জ ও সমুদ্রশোভা দেখিলে চোক ক্ষয়াইতে ইচ্ছা করে না। মুহূৰ্ত্ত এই শোভা দেখিয়া আমরা ফিরিলাম। প্রতিকূল বাতাস নিবন্ধন জৰ্দ্ধ পথ জাগিলেই সন্ধ্যা হইল, জ্যোৎস্না উঠিল ; পটপরিবর্তন হইয়া জ্যোৎস্নাপ্রোঙালিত, পৰ্ব্বত-দ্বীপ-খচিত, সমুদ্রের কি মনোমুগ্ধকর শোভ হইল। মনের জানন্ধে সকলে মিলিয়া গাছিতে গাধিতে ৰোম্বাই ফিরিয়া আসিমাম। গীত যেন আপনি হৃদয় উচ্ছ্বসিত করিয়া বহিতেছে, ভরণী যেন সেই গীতের তালে তালে মনের আননে নাটিতেছে। পূর্ব দিন মলয় পৰ্ব্বত-শিরে iাইম, এই সমুদ্রের দিকে চাহিয়, আমিও বাইরণের মত স্বপ্ন দেখিতেছিলাম— · মলয় বোম্বাই ক্ষে । । . বোম্বাই সমুদ্র তীরে ; ५५ • ভখ দাড়াই এক দেখিয় স্বপনে— । ভারতের মুখস্বৰ্য আসিবে রে ফিরে। বাইশের স্বল্প কলিয়াছে -ঐীদের মধের দিন ফিরিয়াছে। >sર્દષ્ટ আমার স্বল্প কলিবে কি ? نسنس-سسس . "