পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র। । ১৯৪৭ পুনা । ‘কাল প্রাতে বম্বে ছাড়িয়া অপরাহ্ল এটার সময়ে পূন পদ্ধছি। ৰম্বে ২টা দিন কি কষ্টে কাটাইৱাছি বলিতে পারি না। তাথচরণের হিন্দুয়ানীর কল্যাণে যে এক মহারাষ্ট্রীয় হিন্দু হোটেলে উঠিাছিলাম, তাহার বিচিত্র নাম পূৰ্ব্বে লিখিয়াছি। ইনি মহারাষ্ট্রীয় এবং মহারাষ্ট্রীয়দিগের দস্থ্যপ্রবৃত্তির একটি জীবস্তু মূৰ্ত্তি। সে মূৰ্ত্তিখনি দেখয়াই আমার চমক লাগিয়াছিল । আমি তখনই বুঝিয়াছিলাম , আমরা এক ব্যাধের ফলে পড়িয়াছ। । তিনি আমাদের অর্থ শোষণ করিবার জন্তে জাল পাতিঙেছিলেন। আর এটি ভূক্তভোগী বাঙ্গালী, তাহার হোটেলে ছিলেন, ইহঁর কৃপায় আমরা বৃক্ষ পাই । আহা হউক, অর্থ না হউক, श्रे नि पाक्९ श्राबरक्त carनउ cतावि, देन १० गरेशा জামাদিগকে ছাড়েন। লইলেন ৭• আনা, থাইতে দিয়াছিলেন ছটাৰ্ক ই চাউল, আর খনিকটা মুলার শাক। তাহার বিচিত্ৰ হোটেলে যদি আৰ ঘণ্টা কালও থাক, তবে সমস্ত দিবসের ভাড়া দিতে হয়। কাযে কাযে আমাদিগকে কাল অনাহারে ছাড়িতে হয়, এবং সমস্ত দিন অনাহারে থাকিতে হয়। ৰাং হউক, সেই --নারায়ণ-ভোজন-ৰস্তি-গৃহ’ ৰ গ্ৰহ হইতে উদ্ধার পাইয়া, আমি নারায়ণকে ধন্থৰাদ দিয়াছিলাম। হোটেল কৰ্ত্তার নাম নারায়ণ । তিনি আমাদিগকে ভোজন না করি যে গ্ৰাসযুক্ত করিয়াছেন, তাহ চুইট রমণীর এস্লোস্তির জোর বলিতে হইবে। 'क्गा' (डेनन श्रेष्ठ आफ्दा बाग्ने गर्लउ वा भगबाझ्न আরোহণ করিতে আরম্ভ বাৰু। গরম্ৰাট ষ্টেশন হইতে ই খানি এদিন ট্রেণের অগ্রে ও পশ্চাতে সংযোজিত হয়। কখন বা পশ্চাত্রে এরিনে টানিয়া আমাদিগকে দেখিতে দেখিতে