পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯৪৮ নৰামচন্দ্রের গ্রন্থাৰলা। পৰ্ব্বতসাম্রদেশে, অর্থাৎ সমুদ্র-উপকূল হইতে ২••• ফিট উৰ্দ্ধে তুলিয়া ফেলে। এই গগণবিহার বিজ্ঞানের একটি চরম গৌরব। কখন বা উচ্চ সেতুর উপর দিয়া, কখন বা গিরিপার্শ্ব, বহিয়, ট্ৰেণ । নক্ষত্র বেগে ছুটতেছে। যদি এক পা এ-দিক ওঁ-দিক হয়, তবে সহস্ৰ সহস্র ফিট গভীর গিরিগহ্বরে পতিত হইবে। আর কখন বা গিরিগর্ভ ভেদ করিম, স্বৰূঙ্গের মধ্য দিয়া, অন্ধকারে ছটা ৰাইতেছে। এরূপে ২৫টি স্বভৃঙ্গ পার হইয়া আসি। গাড়ীতে আলো দেওয়া আছে, মুড়ঙ্গে প্রবেশ করিলে ঠিক যেন রান্ত্রি। এক একটি স্বভৃঙ্গ এত দীর্ঘ যে, ট্ৰেণ ২.৩ মিনিট তাহার ভিতরে থাকিয় মূয়। রেলপথের দুইদিকের দৃশুই বা কত মনোহর । অনন্ত গিরি-শ্রেণী স্তবকের পর স্তকে সজ্জিত রহিয়াছে। হুদুরে, কোনও শৃঙ্গে, পুরাতন মহারাষ্ট্র হর্গের ভগ্নাবশেষ শোভা পাইতেছে। স্থানে স্থানে নিরর স্রোত নীল-মণি-হারের মত দেখাইতেছে । । 棘 সেই যে ২•••ফিট উপরে উঠিয়াছি, আর আমরা নামি নাই। উপরে উঠলে রেল প্রায় সমস্বত্রে পুনা পর্যন্ত চলিয়া আসি য়াছে। অতএব বুঝিতে পারিতেছ যে, পূন: নগর সমুদ্রতীর হইতে ২••• ফিট উদ্ধে অবস্থিত। এই আকাশের উপর মহারাষ্ট্রের কি বিশাল রাজ্যই অবস্থিত ছিল। । # এলাহাবাদের জনৈক ডাক্তার, পূনার জন্তে একখানি পরিচয়পত্ৰ দিয়াছিলেন। আসিয়া দেখিলাম, যাহার নামে পত্র, डिनि अरु जन शज ! देईद कtरक चन दत्राणौ शब५४ानव ইঞ্জিনিয়ারিং কলেজে পড়িতেছেন। তঁহাদের ছাত্র-আবাসে বসিয়া জোর কাছে পত্র লিখিড়েছি। ‘ওঁ হাং আমাদের বড় বা করিতেছেন। একটি ছাত্র ভিন্ন এখানে আর বাঙ্গালী ।