পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র | >సె&) পাৰ্ব্বতীর পূর্বত হইতে অবরোহণ করিয়া, পূনার শিল্পপ্রদর্শনী দেখিতে যাই। প্রদর্শনী কাল বন্ধ হইয়াছে। কর্মচারিগণ প্রথম বলিলেন, আমাদিগকে না দেখিতে দিবেন, না কোনও জিনিস কিনিতে দিবেন। ই এক কথা বললে বললেন, কি করবেন, নিয়ম লঙ্ঘন করিতে পারবেন না । নিতান্ত পক্ষে সম্পাদকের মত চছি। তাহার পর দু’চার কথা তীব্র বিদ্রুপ গুনিয়াই নিয়মও লঙ্গন করিলেন, দেখিতেও দিলেন, কিনিতে দিতেও স্বীকৃত হইগেম । তাহার পর সহর দেখি । দেখিলাম, পেশোয়াদের পুরাতন রাজবাটীর একটিতে বৃটিশদিগের পুলিস ষ্টেশন বিরাজ করিতেছে । তাহার পর দুর্গ দেখিতে গেলাম। দ্বারদেশে আমাদের জনৈক পুলিস প্রভূ বিরাজিত। বলা বাহুল্য ষে আর দেখা হইল না। ভিতরে, দেখিবারও কিছু নাই। তাহার পর, বাজার দেখিয়া গৃহে আসিলাম । শিবজী, আপন গুরুকে দান করিয়া পুণ্য কৰিছিলেন বলি এ স্থানটির নাম—শুনিলাম—পূনা হইয়াছে। আজ সেই পুনা নগর, মহারাষ্ট্রীদের একটি ঐতিহাসিক মহাশুশন- ‘ পুনা সাৰ্ব্বজনিক সভাগৃহে, পেশোয়াদিগের জনৈক খাতনাম মন্ত্রীর একখানি চিত্ৰ দেখিলাম। এখন সেই বীর রাজা माझे. cनझे श्रडौत दाखटेनष्ठिरू भङ्गौe माझे ! भशंद्रांदड़ेन उारश्न], ভারতের ভাগো, আবার সে মণিকাঞ্চনের সংৰোগ হইবে কি না, কে লিবে । ,

  • msenmanne

দণ্ডকারণ্য । श्रेड इरे दिन उदार रहेश পুনা নাই। পুরার কথা লিখি ।