পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র . - >>8。

  • পাইতাম কিবা সুখ সে ভ্রান্তিস্বপনে ! ইহার মুরভি শ্বাস, ইহার কোমল কণ্ঠ,

জাগাইত কি উচ্ছ্বাস মরমে মরমে ’ সুদীর্ঘ নিশ্বাস ছাড়ি, চাপিয়া বিষাদ কারু জিজ্ঞাসে-"কেমনে আমি আসিমু এখানে ?” ধীরে ধীরে অতিীরে, কহিলা স্বভদ্র, যথা কহে নৈশ-সমীরণ কুমুমের কাণে ; *হত ও আহতদের করিয়া সৎকার সেবা, , 'ভীয়দেব পাদপদ্ম করি প্রদক্ষিণ, •শিবিরে যাইতেছিন্তু ভ্রাতা ভগ্নী দুইজন, দেখিলাম অ ধারে কি হইল পতন । কাছে গিয়া দেখিলাম নিরাশ্রিত লতা মত রয়েছ ভগিনি ! তুমি পড়িয়া ধরায়— মূৰ্ছিতা, ধূলি-লুষ্ঠন্ত । দয়াময় ভ্রাতা মম তোমায়ু লইয়া অঙ্কে আনিলা হেথায় । "ভ্রাতা কে ?”—জিজ্ঞাসে কারু ; কহে ভদ্রা—“বাসুদেব ', মুখ ফিরাইয়া কণরু করিল দর্শন । সে মূৰ্ত্তি মহিমাময়, দাড়াইয়া এক পাশ্বে, . নীরবে চাহিয়া আছে তাহার বদন। অষ্টমীর অন্ধকারে অঙ্কট অঙ্কুট মাত্র ভাসিয়াছে সেই দেৰ মূৰ্ত্তি মনোহর । তথাপি দেখিল কারু যেন অন্ধকার পটে • রেখেছে অ'কিয়া কোন দক্ষ চিত্রকর। কতদিন কত বর্ষ, কত বর্ষ, কত যুগ, এই রূপ জরৎকারু দেখে নি নয়নে । চেয়ে আছে অভাগিনী-নিদাধ-বিদগ্ধ-ধরা