পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>8ー。 নবীনচন্দ্রের গ্রন্থাবলী। কাতরা পিপাসাতুর চাহি নব ঘনে । কত দিন, কত বর্ষ, কত বর্ষ কত যুগ, এক দিনে কত যুগ হইয়াছে গত যে রূপ করিয়া ধ্যান ; আজি সেই রূপ ওই – কারুর হইল বোধ স্বপনের মত । * , শুধু তাহা ; হে, আজি কারুর জীবন-স্বপ্ন কারুকে লইয়। অঙ্কে আনিলা হেথায় । লাগিয়াছে অঙ্গে অঙ্গ, লাগিয়াছে, হায় কারু ? হৃদয়ে হৃদয় বুঝি। শিষ্ট্ৰরিল কায় । অঞ্জলি-বারিতে তার ভিজিছে ললাট মুখ– লাগয়াছে অঞ্জলি কি কপোলে তাহার,— নীলোৎপলে বুক্তোৎপল ? অার না, হইল বামা সেই স্বতিমুখাবেশে মূৰ্ছিত আৰা, হেলিয়া পড়িল শির, ধরিলেন ভদ্রা করে ; বাসুদেব দ্রুত করে আনি নদী-জল । ৭ধিলেন মুখে চক্ষে ; এবার কঁাপিল কর, হইল কৃষ্ণের দুই চক্ষু ছল ছল । পুষ্পমুখী ভদ্রা ধীরে পুষ্পনিভ কম করে মুছিছেন পুষ্পমুখ সুপ্ত রমণীর ; প্রভাতসমীরে থেলি পুষ্পে পুষ্প আলিঙ্গিয়া সরাইছে যেন ধীরে নিশির শিশির। দেখিছেন স্বতীয় অ ধারেও যেই শোভা ভদ্রা দেবী, সে কি শোভা -রূপ-পারাবার ! পুষ্পিত বাসস্তী নিশি রূপের স্বপন খুলি, শায়িতা নিদ্ৰিত ষেন অঙ্কেতে তাহার। রমণী মেলিল অপি,—সরিয়া গেলেন।ক্লঞ্চ,—