পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

నాs নবীনচণ্ডের এস্থাবলী । কুরুক্ষেত্রের যুদ্ধ ধৰ্ম্মযুদ্ধ। ইহার উদ্দেশু পরম্বস্থরণকারী কুরাচীরের দমন । - ভগবান বলিলেন— “আর যদি তুমি নাহি কর এই ধৰ্ম্মরণ, হারায়ে স্বধৰ্ম্ম, কীৰ্ত্তি, পাপে হবে নিমগন।” ৩৩ ইহার নাম সখিযোগ বা জ্ঞানযোগ। তিনি বলিলেন, ভোগ ঐশ্বর্য ইত্যাদি ফল কামনা করিয়া ষে কৰ্ম্মাদি করা যায়, তাহাতে চিত্ত বিষ্ণুতে সমাহিত বা স্থিরীকৃত হয় না। "সকাম সকল বেদ, অর্জুন ! হও নিষ্কাম,— যোগী, নিত্য ব্রহ্মে স্থিত, দ্বন্দ্বহীন, আত্মবান।” ৪৫ কারণ, কৰ্ম্ম হইতে জ্ঞানযোগ শ্রেষ্ঠ*বহু কুপে হয় যাহা, পারে এক পারাবাবে সাধিতে সকল । , একমাত্র ব্রহ্মজ্ঞান পারে তথা প্রদানিতে সৰ্ব্ব বেদঞ্চল ” ৪৬ তবে কি কৰ্ম্ম করিব না ? করিব । “কৰ্ম্মে তব অধিকার, মন্থে ফলে কদাচিত । " তেয়গিৰে কৰ্ম্মফল, কৰ্ম্মত্যাগ অনুচিত ” ৪৭ অতএব - - * ,

  • সুখ দুঃখ সমজ্ঞানে, লাভালাভ, জয়াজয়, কর যুদ্ধ তুমি, পাপ হইবে ন৷ ধনঞ্জয় !” ৩৮ এরূপ যোগ অবলম্বন করিলে তোমার জ্ঞান ব্রহ্মেতে স্থিত হইবে, অর্থাৎ ভূমি স্থিত প্রজ্ঞা লাভ করবে ।

তখন অৰ্জুন জিজ্ঞাসা করিলেন “স্থিতপ্রজ্ঞ” ব্যক্তির লক্ষণ ভগবান বুঝাইলেন— . : (১) "নের কামনা সৰ্ব্ব কৰি পাৰ্থ! পরিহার, আস্থাতেই তুষ্ট আন্ধা, স্থিতপ্রজ্ঞ নাম ভার। ৫৪