পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীমদ্ভগবদগীত।। ఎ* আর, • "অধিভূত, অধিদেব. অধিযজ্ঞ সঃ জানে যাহার আমাকে সে যোগিগণ,প্রয়াণকালেও পার্থ। জানিবারে পায় "৩• 尊 ৮ম অধ্যায়—ব্রহ্মযোগ । অধিভূতাদি কাহাকে বলে তাহ বুঝাইয়া ভগবান বলিলেন— "সহস্ৰ যুগ পর্যন্ত ব্ৰহ্মার দিন বিদিত, রাত্রিযুগ সহস্রাস্ত,-জানে দিবারাত্রিবিৎ । ১৭ “অব্যক্ত হইতে সব জনমে আসিলে দিন । সেরূপ আসিলে রাত্রি অব্যক্ততে হয় লীন । ১৮ “ভূতগণ এইরূপে জন্মি জন্মি হয় লয় । 警 রাত্রিক্তে অবশ থাকে, দিবসেতে হয় লয় ।” ১৯ সংক্ষেপে এমন বিজ্ঞানসঙ্গত স্বষ্টি-প্রকরণ কি আর কোনও ধৰ্ম্মগ্রন্থে আছে ? স্বষ্টিপ্রকরণ, বুঝিলাম। তবে ভূতগণের এই বক্তও অধ্যক্ত অবস্থা ভিন্ন কি আর কিছু নাই? “ব্যক্তব্যক্ত ভিন্ন আছে সনাতন ভাব আর, সৰ্ব্বভূত হ’লে নাশ না হয় বিনাশ যার ” ২• 换 *অ t্যক্ত অক্ষর সেই-জাহাই গতি প্রধান " ২১ তাহাকে কিঙ্কপে পাওয়া যায় ? “সে শ্রেষ্ঠ পুরুষ হয় অনন্ত ভক্তিতে লাভ, সৰ্ব্বত্র অন্তঃস্থ যার, সবে যার আবির্ভাব ।" ২২ ভগবান কছিলেন- • . "জানিলে এ পথ যোগী নহে মুখ কদাচিত । অতএব সৰ্ব্বকালে རྔུ་s རྩྭf་། যোগাম্বিত ।" ২৭ ভূমি যোগান্বিত হইয়া যুদ্ধ কর। ।