পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। - $38* “ন বোন ! অনার্য আর্য্য” কহিতে লাগিলা ভা— “একই পিতার পুত্র কল্প সমুদয় । এক রক্ত, এক মাংস, এক প্রাণ, সকলের এক আত্মা ; এক জল, ভিন্ন জলাশয় । স্থান-ভেদে কাল-ভেদে, কৰ্ম্মভেদে, জন্মে জন্মে, *কোথায় পঙ্কিল জল, কোথায় নিৰ্ম্মল । সঞ্চারিয়া জ্ঞানালোৰু এই মলিনতা কৰ্ম্মে কর অপনীত, হবে যে জল সে জল ! মানুষ ক্ষে গুণবলে অন্ত জীব হ’তে শ্রেষ্ঠ, মানুষের মহা সেই গুণচয় করিছে ধারণ, ভগ্নি ! উহাই মানব-ধৰ্ম্ম, সে গুণের মহীদর্শ সৰ্ব্ব বিশ্বময় বিরাজিত নারায়ণ, অনন্ত, অপরিজ্ঞাত । আমরা মানব ক্ষুদ্র নৌকাবাত্ৰিগণ, ভাসি এই গুণস্রোতে, চলেছি অনন্ত পথে ; এই যাত্রা মানবের ধৰ্ম্ম সনাতন । যেই জন, যেই জাতি, যতদূর অগ্রসর এই মহাধৰ্ম্ম পথে, তত নিরমল আত্মা তার, তত্ত শ্রেষ্ঠ তার ধৰ্ম্ম-মনুষ্যত্ব ; এই মনুষ্যত্বে নর বিভিন্ন কেবল । এই ধৰ্ম্মে, মনুষ্যত্বে, আর্য্য জাতি শ্রেষ্ঠতর ; অনার্য্য হইল হীন এই হীনতায় । তথাপি আর্য্যের ধৰ্ম্ম অপূর্ণ, অপূর্ণতার জলন্ত প্রমাণ এই কুরুক্ষেত্র হয়। অপরের প্রতি ভূমি কর সঞ্চালন,