পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীমদ্ভগবদগীত। ২১৭ দ্রব্যযজ্ঞ, তপষজ্ঞ, যোগধজ্ঞ সেই মত করে অন্তে, জ্ঞান-যজ্ঞ করে বর্তী দৃঢ়ব্ৰত। ২৮ অপরে অপানে প্রাণ, অৰ্পিয় প্রাণেমপান, প্রাণ অপানের গতিরোধি, করে প্রাণায়াম । অঙ্ক স্বল্পাহারী করে প্রাণে-প্ৰাণেন্দ্রিয় দান । ২৯ যজ্ঞ দ্বারা পাপক্ষয় করি যজ্ঞবিদগণ, কৈরি ६ऑशूड ভোগ, লভে ব্ৰহ্ম সনাতন। ৩০ ইহঁলোক (ও) নাহি পায় অম্বাঞ্জিক, কুরুসত্তম । ৩১ এইরূপ নানা যজ্ঞ প্রকাশিত ব্ৰহ্মমুখে ; কৰ্ম্মজ জানিয়া পব, মোক্ষ লাভ কর মুখে। ৩২ দ্রব্যময়ু যজ্ঞ হ’তে জ্ঞানযজ্ঞ শ্রেয়াম্বিত ; o কৰ্ম্ম, পার্থ ! জ্ঞানে হয় সমাপিত । aণপাত প্রতিপ্রশ্নে, পেলায়, তোমাকে জ্ঞান তত্ত্বদর্শী জ্ঞানিগণ করিবেন শিক্ষা দান। ৩৪ যে জ্ঞান লভিলে পুনঃ ন হবে মোহ, পাগুৰ । আমার আত্মাতে যাহে দেখিবে সংসার সব। ৩৫ সৰ্ব্বপাপী হতে যদি কৱ তুমি পাপাচার, জ্ঞান-তরুণীতে হবে সৰ্ব্বপাপাৰ্ণৰ পীর। ৩৬ যৰ কাষ্ঠ করে ভষ্ম প্ৰজলিত হুতাশন, সৰ্ব্ব কৰ্ম্ম ভস্মসাৎ জ্ঞানাগ্নি করে তেমন । ৩৭ জগতে কিছুই নাই পবিত্র জ্ঞানের মত। যোগসিদ্ধ যথাকলে হয় তাহ অবগত ॥৩৮ তৎপন্ন, সংযতেজিয় শ্রদ্ধাবানু, লভে জ্ঞান । লভি জ্ঞান,পায় শীঘ্র পরম শক্তিনিদান। ৩৯ শ্রদ্ধাহীন, সন্দেহাত্ম, অজ্ঞ হয় বিনাশিত। ইহলোক, পরলোক, নাহি মুখ কদাচিত । ৪• ।