পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

०२8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ভগবান কহিলেন । - দুর্জয় চঞ্চল মন, হে মহাবাছে । নিশ্চিত । অভ্যাসে, বৈরাগ্যে, কিন্তু হয় তাহ নিগৃহীত । ওe অসংযত পক্ষে যোগ দুষ্প্রাপা, মত্ত আমার ; উপায়েতে পায় কিন্তু যত্নে আত্ম। বশে স্বfর। ৩৬ অৰ্জুন কহিলেন । শ্রদ্ধাবান অধতাত্মা, যোগেতে চঞ্চল-মতি, না পাইয় ধোগ-সিদ্ধি লভে কৃষ্ণ ! কিবা গতি । ৩৭ হবে কি উপায়-ভ্রষ্ট, নষ্ট, ছিন্ন মেঘ মত, ব্ৰহ্মপথ মূঢ় জন, হইয়া অসিদ্ধব্রত। ৩৮ তুমিই ছেদিতে, কৃষ্ণ ! পার মম এ সং’য়, তুমি ভিন্ন ছেদিবার অfর কারে সাধ্য নয়ুসংগ?৯ ভগবান কহিলেন । ইহলোকে পরলোকে নাহি হয় সে বিনাশিত, দুৰ্গতি কল্যাণকারী নাহি পায় কদাচিত । ৪৯ যোগভ্রষ্ট, পুণ্য-লোকে বহু বর্ষ কপি বাস, পবিত্র ধনীর গৃহে লঙে জন্ম মহেশ্বাস । ৪১ ধীমান যোগীর কুণে অথৰা লভে জনম,— নরলোকে জন্ম আর দুর্লভ নাহি এমন । ৪২ , লভি তথা বুদ্ধিযোগ, পূৰ্ব্বজন্মার্জিত ধন, সিদ্ধিতরে বহু যত্ন করে সে, কুরুনন্দন । ৪৩ পূৰ্ব্বাভাসে করে কৰ্ম্ম অনিচ্ছা নিয়োজিত, যোগ-জিজ্ঞাস্থই হয় বেদব্রন্ধে প্রতি। ৪৪ বন্ধে ৰোগাচারী যোগী,-পাপমুক্ত, শুদ্ধমতি,— বহু জন্মে হয়ে সিদ্ধ, পায় যে পরম গতি । ৪৫