পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>8b" নবীনচন্দ্রের গ্রন্থাবলী । এ দয়ার প্রতিদান নাহি সাধ্য দিব আমি, পূজিবে এ দাসী নিত্য হৃদয়ে তোমায় ।” দুই করে দুই কর, কহিতে লাগিলা ভদ্র, চারি বুক্ত কমলের কিবা সন্মিলন— “যাইবার আগে ভগ্নি ! দেও অসু-পরিচয় কে তুমি রমণীরত্ব ? হেথা কি কারণ " নিশ্চয় কি কৃষ্ণ তবে কারুকে পারেন নাই চিনিতে ? কারুর বুক পড়িল ভাঙ্গিয় । , মনেতে করিল স্থির নাহি দিবে পূরিচয়, । কহিতে লাগিল তবে অবনী চাহিয়, “নাগকস্তা, ঋষিপত্নী, মনসা দাসীর নাম, দারুণ কপালগুণে যৌবনে যোগিনী । বেড়ায় সে বনে বনে, শৈলে শৈলে নিরঞ্জনে, বনমাত প্রকৃতির প্রেমে উন্মাদিনী । যথায় ঝটিকা গর্জে করি বন বিলোড়িত, ' ' করিয়া তরঙ্গভঙ্গে সিন্ধু বিধুনিত ; যথায় জলদযুদ্ধে দৃপ্ত বস্ত্র বিশ্বরিত ঘন দীপ্ত দিল্পগুল, ধরা প্রকম্পিত, তথায় বেড়াই আমি । প্রকৃতির মহাপটে হৃদয়ের প্রতিকৃতি নিরর্থি আমার পাই বড় শান্তি মনে,-আসিয়াছিলাম তাই দেখিতে এ কুরুক্ষেত্র যুদ্ধ-পারাবার । দেখিতে দেখিতে, দেবি –বীরপত্নী জান তুমি কি বিজলী নারী-প্রাণে করে সঞ্চালিত বীরত্বে—ীরত্বে মুগ্ধ ৰাইতেছিলাম চলি, পথশ্রমে অবসর হইনু মূৰ্ছিত ”