পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২e 88 o নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আসনে, ভোজনে, বিহারে, শষ্যায়, পরোক্ষে, সমক্ষে, অচ্যুত তোমার,— তুমি অপ্রমের ক্ষম সমুদায় । ৪২ লোক চর্যচর সকলের পিতা, পূজা তুমি, গুরু হতে গীয়ান, অতুলপ্রভাব । নাহি তিন লোকে অন্য কেহ শ্রেষ্ঠ তোমার লমান । ৪৩ অতএব নমি প্রণত শরীরে ' ' . আরাধ্য ঈশ্বরে, ক্ষম দোষ ৰত,— পিতায় পুত্রের, সখায় সধার, প্রিয় প্রেত্নসীর সহে যেই মত । ৪৪ হৃষ্ট আমি দেখি অদৃষ্ট স্বরূপ, ভয়েতে ব্যথিত মানস আমার, দেখাও মামুকে তব দেব-রূপ, 3 দেবেশ ! প্রসন্ন হও, বিশ্বাধীর । ৪৫ কিরীট-ভূষিত, গদাচক্ৰধরী, r ইচ্ছা মম দেখি তব সেই রূপ, ধর চতুভূজ স্বরূপ তোমার, হে সহস্ৰবাহোঁ ! ওহে বিশ্বরূপ ৪৬ ৷ ভগবান কহিলেন । , প্রসন্ন হইয়া দেখা’মু অর্জুন ! আত্মযোগে এই শ্রেষ্ঠ রূপ মম, তেজস্বী, অনন্ত, আল্প, বিশ্বরূপ , । তুমি ভিন্ন অন্তে দেখেনি কখন। ৪৭ নাহি বেদে, যজ্ঞে, দানে;"মধ্যয়নে, নাহি ক্রিয়া-বলে, উগ্র তপস্তা,