পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిe(te নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সাক্ষী ও অনুমোদক, গুপ্ত, ভোক্তা, মহেশ্বর— পরমাত্মা অভিহিত এ দেহে পুরুষবর। ২৩ এরূপে পুরুষে আর প্রকৃতিকে গুণ সহ জানে শ্বেই জন, সৰ্ব্বরূপে কৰ্ম্মরও হইলেও পুনঃ পুনঃ ন লভে জনম • কেহ ধ্যানে আপনাতে করে আত্মা দরশন, t কেহ দেখে সাংখ্য যোগে, কৰ্ম্মযোগে তান্ত জন । ২৫ না জানিয়া এইরূপ, শুনিয়াই উপাসনা করে আস্ত জন,— সেই শ্রুতি-পরায়ণ-তারাও অচিরে করে মৃত্যু অতিক্রম ৷ ২৬ যাহা কিছু লভে জন্ম, স্থাবর জঙ্গম সব,— ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের ধোগে, জানিবে, ভরতষভ | ২৭ সৰ্ব্ব ভূতে সমভাবে আছেন পরমেশ্বর, , ভূতনাশে অবিনাগু, ষে দেখে cল দর্শী নর। ২৮ সৰ্ব্বত্রে সমান দেখে ঈশ্বরের অবস্থিতি, না হিংসে আত্মার আত্মা, লক্তে তাতে শ্রেষ্ঠ গতি । ২৯ ক্রিয়মাণ কৰ্ম্ম সৰ সৰ্ব্বথা প্রকৃতিগত যে দেখে, সে আপনাকে অকৰ্ত্তা দেখে সৰ্ব্বস্তঃ । ৩৬ যখন পৃথক ভূত একস্থ করে দর্শন,— তা হতে উৎপত্তি দেখে,-ব্রহ্মত্ব লভে তখন। ৩১ অনাদি নিগুৰ্ণ হেতু পরম-আত্মা অব্যয় - হইয়াও শরীরস্থ না করে, না লিপ্ত হয় । ৩২ নির্লিপ্ত স্বল্পতা হেতু, সৰ্ব্বব্যাপী সৰ্ব্বগত আকাশ যেমন সৰ্ব্ব দেহে অবস্থিতি নিৰ্ব্বিকার পরমাত্মা

নির্লিপ্ত তেমন । যথা একমাত্র রবি প্রকাশে সৰ্ব্ব জগঞ্জ, ভেমতি সমস্ত ক্ষেত্র প্রকাশে ক্ষেত্রী, ভারত ! ৩৪