পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । তাহার সমৃদ্ধি মুখ কি কহিবে দাস ? রাজ্য নহে, প্রকৃতির প্রমোদ-উদ্যান ! বিরাজিতা অঙ্কে অঙ্কে কমলা আপনি,— সুবৰ্ণনলিনী চেদী। গঙ্গা,সুখ-ধারা, মুনীর যমুনা শান্তি ; সুখ-শাস্তি নীরে ভাসমান পুণ্যবতী চেদী গরৰিণী " শোভিছে সঙ্গমস্থলে রাজহংস যেন, পবিত্র প্রয়াগ পুর । উচ্চ গ্রীবা শির শোভিতেছে মহা দুর্গ, ক্র কুটি বিক্ষেপে স্বজিস্থা আতঙ্ক দূর আরাতি-হৃদয়ে । বিধাতার কি যে লীলা বুঝিতে ন পারি, এমন অমরাবতী করিলা অর্পণ ক্ষিপ্ত বানরের করে। হিংগিয়া প্রভূরে ক্ষিপ্তমতি চৌম্বর। শঙ্খ চক্র ধর । কখন পুরুষোত্তম, কছু বাস্থদেৰ, কন্তু বিষ্ণু অবতার, করিছে শৃগাল কেশরীর অভিনয় বানর নরেন্স, , কত যে কৌতুকাবহ কহিতে না পারি । প্রভুর অজস্র নিন্দ কণ্ঠেতে তাহার বহে কৰ্ম্মনাশা স্রোতে । করেছে গ্রহণ মগধের সৈনাপত্য কহে নিরস্তুর আক্রমিবে দ্বারবর্তী, সমরতরঙ্গে ভারতের স্বত রাজ্য নিবে ভাসাইয়া ।” চেদীরাজ্য-মানচিত্র সমৰ্পিয়া করে লভিয় প্রসাদ, দূত হইল বিদায় । , এইরূপে বহু দূত প্ৰণমিয়া পদে,