পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । Sలిd একে একে কত রাজ্য গুহ সমাচার নিবেদিয়া, সমপিয়া মানচিত্র করে, লভিয়া প্রসাদ মুখে হইল বিদায়, চলিলেক রাজ্যাস্তরে । মগধের দূত চেদীতে, চেদীর দূত চলিল মগধে । সমস্তু ভারত-বাৰ্ত্তা যথাসময়েতে এরূপে দিগন্তব্যাপী তটিনীর মত ঢালিত অনস্ত রত্ন অনস্ত বদনে । একমাত্র রত্নাকরে । ভারতের সর্ব ধৰ্ম্মনীতি, রাজনীতি, নীতি সমাজের, সৰ্ব্বশক্তি, এক কেন্দ্রে হইত কেন্দ্রিত, বিমথিত এক দণ্ডে,—সমগ্ৰ ভারত করিয়|একই নখ-দর্পণে স্থাপিত । চলি গেলে দুভগণ লইয়া আদেশ, উঠিয়া কেশব ধীরে ভ্ৰমিতে লাগিলা অধোমুখে চিন্তামগ্ন । কক্ষ প্রাচীরেতে দেখিলা না দুই ছায়া পড়িল ৰে ধীরে। দেখিলা না ব্যাসদেব, বীর ধনঞ্জয়, দাড়াইয়া স্বরে স্থির, রয়েছে চাহিয়া সেই চিন্তামগ্ন মূৰ্ত্তি প্রতিভা-মণ্ডিত । করিলেন আশীৰ্ব্বাদ ঈষৎ হাসিয়া বাসদেব- স্বরবিত্র একটি হিল্লোলে করিল নির্জন কক্ষ পবিত্রতামন্থ। । চমকিলা ৰাসুদেব,-হইল ঈষৎ চিত্তার নিবিড় মেঘে জ্যোৎস্ন। সঞ্চার }, ভক্তিভরে প্রশমিয়া মহবিচরণে,