পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । ఫ్సి ఫీ মূৰ্ত্তিমান কক্ষে, যেন সবিতৃমণ্ডল | এ কি কক্ষ ? অতীতের অনন্ত আলয় ! দেখিলা ফাল্গুনী, যেন নিবিড় তিমিরে \ দাড়াইয়া স্থানে স্থানে নক্ষত্রের মত অমর মানবগণ। মুধ্যস্থলে তার ও কি মূৰ্ত্তি ! ও কি জ্যোতিঃ । কিরণ প্রবাহ অতীতের গ্ৰহগণ করি বিমলন, প্লাবি বৰ্ত্তমান, যেন জ্যোতিঃ নিরমল । আলোকিছে ভবিষ্যৎ, অনন্ত, অসীম । কক্ষকেন্দ্রস্থলে কৃষ্ণ বসি যোগাসনে সমাধিস্থ সংজ্ঞা-শূন্ত দেব-অবয়ব শোভিতেছে যেন সিন্ধু নিষ্কম্প নীরব । সমাধিস্থ, চরাচর বাতায়নপথে কেবল বহিছে ধীরে নিশীথসমীর নীৰে ভূকতিভরে কেবল আলোক নীরবে উকতিভরে কঁাপিছে ঈষৎ। সকলি নীরব স্থির পার্থের হৃদয় হইল ভক্তিতে পূর্ণ পবিত্রতাময় । ভীত ধনঞ্জয় যেন কাৰ্য্য তস্করের করেছেন আসি এই পবিত্র মন্দিরে ; করেছেন কলুষিত, এ পবিত্র ধাম । পদপরশনে তার, নিশ্বাসসমীরে । , ভাবিলেন মনে মনে যাইবেন চলি কৃষ্ণের অজ্ঞাতে-সেও কাৰ্য্য তস্করের ! কহিবেন দাড়াইয় অজ্ঞাতে যোগীর- । সেও তস্করের কার্য্য ! দেখিতে দেখিতে