পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2აჭხ* নবীনচন্দ্রের গ্রন্থাবলী জব্বা । কেবল, কেবল, রাম ! ইন্দ্র প্রস্থে গুনিলাম । যেই নিন্দ, হয় কণ্ঠ রোধ, ৰল। কি বলিলে, তপোধন, ইন্দ্র প্রস্থে নিন্দা মম ? ইন্দ্রপ্রস্থে –পাণ্ডব নিৰ্ব্বোধ ! দুৰ্ব্ব । কথায় কথায় আমি, , কহিলাম ধরাতলে - ভুজবলে অদ্বিতীয় রাম । হাসি কহে বৃকোদর পক্ষু তুমি, তব কাছে সঙ্কর্ষণ মহা বলবান । কোথা ছিল সেই বল জরাসন্ধ ভয়ে যবে পশ্চিম সমুদ্রে দিল ঝাপ ? ক্ৰোধে অঙ্গ থর থর, কঁাপিতে লাগিল মম, দিতেছিন্তু ঘোর অভিশাপ, যুধিষ্ঠির প'য়ে ধরি বলিল বিনয় করি, ‘বালকের ক্ষম অপরাধ’ । - বল । অন্ধ ভীম দুরাচার, তার এই অহঙ্কার,

  • ইন্দ্র প্রস্থে মম নিন্দাবাদ । শিমুলের স্তুপে অগ্নি হইল বিক্ষিপ্ত যেন,

বলদেব দীপ্ত হুতাশন । ক্ষিপ্ত গ্রহ মত কক্ষে, ছুটিতে লাগিলা ক্ৰোধে, দস্তে দস্ত করিয়া ঘর্ষণ,— -এই দণ্ডে ইন্দ্রপ্রস্থ, গ্রাসিব রাহুর মত, উপাড়িয়া যমুনার জলে ফেলিব লাঙ্গল বলে, বলীকের স্তপ যেন, দেখিব কে. রাখে ধল্লাতলে ।” অপমানে ক্ষিপ্তপ্রায়, চলিলাম হস্তিনায়, রাজচক্রবর্তী দুৰ্য্যোধন