পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাস্থ । 象 জরৎ । রৈবতক কাব্য ఫి$9> ব্রাহ্মণ আশার মন্ত্রে মুগ্ধ এত দূর হইও না, করিও না আকাশে নিৰ্ম্মাণ হেন মহা দুর্গ। নহে বালকের ক্রীড়া কৃঞ্চের মন্ত্রণা । नैि হয়, ক্ষতি কিবা ? না পায় সুভদ্রা যদি, ঘোর অপমানে, প্রত্যাখানে, যেই মহা শক্রতা অনল জলন্ত নরক-নিভ দুর্য্যোধন বুকে জলিবেক, অনিৰ্ব্বাণ সেই বৈশ্বানর। এক দিন, দুই দিন, তিন দিন পরে, কিংবা যুগযুগান্তরে,—অতি ক্ষুদ্র কাল আমাদের মহাত্ৰত করিতে সাধন,— জালাইয়া সেই অগ্নি সমর অনল ভস্মিবে ক্ষত্রিয় রাজ্য শ্যুপ মত । সমগ্র’অনাৰ্য্য জাতি এই অবসরে বাধি দৃঢ় সন্ধিক্ষত্রে, তুলিব যে ঝড়, বম্বন্ধরা-বক্ষ হতে সেই ভস্মরাশি, নাগেন্দ্র, ফুৎকারে মাত্র দিব উড়াইয়ু । চলিলাম হস্তিনায় প্রেম-দৌত্য ব্রতে,— আনিতে ভদ্রার বর, তুমি কর হেথা উচিত বাসর-সজ্জা উৎসবে মাতিয়া ।