পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । 698ס কেন সে রমণী-কৃষ্ণ নাহি যায় পলাইয়া, বিধাতা ত পথে না দাড়ায় ? ভগ্নী ত ভ্রাতার যোগ্য ; ভ্রাতার ষে চুরি-বিদ্যা, নাহি করে কেন অনুসার । ভ্রাতা করে নারী-চুরি, ভগ্নী হাতে দিয়ে তুরী, করুক পুরুষ মুখে পার । , “চুরি । ছিছি ”—জিব কাটি কহেন ভীষ্মক-মুতী, লজ্জায় অরুণ মুখ খানি“সতুরে । পাগল তুই, এমন বলিতে নেই, পত্নীর পরম দেব স্বামী । o কৈশোর হইতে আমি শুনি দিদি কৃষ্ণনাম রেখেছিমু লিখিয়া হৃদয়ে ; ষোবন হইতে ধ্যান করিয়াছি সেই নাম, চাহিয়াছি চরণে আশ্রয় ।" * পদ্মিনী সবিতা সেবি “ জোনাকির করে প্রমণ সমর্পণ করে কি কখন ? রুক্মিণীর হৃদয়েতে { সমুদিত যেই ররি, শত স্বৰ্য না হয় তুলন। বিক্রীত চরণে প্রাণ, তাহাতে মাগিম্বু স্থান, করিলাম আত্ম-সমৰ্পণ ; করুণার সিন্ধু নাথ ! হৃদে উপজিল দয়া, এ দাসীরে করিলা হরণ। ত্য । তুই দিদি বড় হাবি, এমন স্বলভ দরে বেচিতে কি আছে নারী-প্ৰাণ ? - আমি হলে দেখাতাম্ কেমন সে বাকী গুণম,— কি করিব, পিতা দিলা দান ।