পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৬৬ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । রুক্সি । থাকৃ নারায়ণী সেনা, কি ভয় অভয় যদি দেন পর্থে নিজে নারায়ণ । অগগন মৃগগণে বল কিবা প্রয়োজন, সহায় কেশরী নিত্বে যার ? নিজে প্রভাকর যদি করে প্রভ বিকীরণ প্রতিবিম্ব কেব। চাহে তার ? সত্য । তোমার যে নারায়ণ, তিনি কি কখন পণ করিবেন বিফল ভ্রাতার ? রুন্নি। সত্য কথা, মুখ আমি, ভাবি নাহি এত খানি, সে য়ে বড় বিষম ব্যাপার ! পেীর নরনারী যত সাধিয়াছে কত মত, ক্রোধে অগ্নিমূৰ্ত্তি বলরাম ! ষত সাধে বাড়ে ক্রোধ, বহেন গর্জিয়া তত— কথা মম না হইবে আন , , , তবে, বোন স্বভদ্রার নাহি কি নিস্তার আর. (মহিষীর ভিজিল নয়ন ) একে প্রেম, অন্তে প্রাণ,' এরূপে করিতে দান রমণী কি পারেলে কখন ? : রাজ-দগু, রণ-অসি, জ্ঞান-তত্ত্ব সুধারাশি, প্রাণ-অবলম্বন অশেষ রহিয়াছে পুরুসের ; আমাদের ক্ষীণ মই এক প্রেম, নারী নিৰ্ব্বিশেষ । তোমারো রমণী প্রাণ, রমণীর মণি তুমি, বুঝ না কি দুঃগ স্বভদ্রার ? : রমণী মাথার মণি, করুণায় নাথ মদি বুঝিতেন এ দুঃখ তাহার !