পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাৰ্য । সত্য। তবে কেন তুমি দিদি, দেগ না বলিয়া যদি পার তার হৃদয় দ্রবিতে ? কলি । বলিব বলিব, দিদি, ভাবিতেছি কতবার বলি বলি পারি না বলিতে । কেমন ছৰ্বল প্রাণ, * . প্রাণনাথে যেই ক্ষণ थ দেখি, দিদি, সম্মুখে আমার, কি স্বৰ্গ ভাসে নয়নে, কি অমৃত বহে প্রণে কি যে মোহ হয় লো সঞ্চার । নর-নারায়ণ রূপ নিরথি নয়নে যাই , আপনার ক্ষুদ্রত্বে মরিয়া । ইচ্ছা হয় মনে মনে,— চির জীবনের তরে পদ প্রান্তে পড়ি ঘুমাইয়া । তুমি কেন একবার বলিয়া দেখন বোন, এই কৰ্ম্ম নহে লো আমার— পাছ । বলিয়।ছি গুণধাম হেসে হন আটখান, ব্যঙ্গে অঙ্গ পুড়ে হয় ক্ষার । বলেন-৮-“মঙ্গলময় , নারায়ণ, ইচ্ছা তার অনুষ্ঠই হইবে পূরণ। নাহি সাধ্য মানবের সে মঙ্গল নিয়তির এক রেখা করিবে লঙ্ঘন ।* এইরূপে বেঁধে বেড়ে । দেন যদি নারায়ণ —বোকারে বুঝাব কিবা বল ?— রুক্মিণী অমৃতরাশি পড়িত কি পাতে তার ? সত্যভামা তপ্ত হলাহল ? কুক্সি ৷ হইয়া অমুতরাশি সেবিব গ্রাণেশে, বোন, হেন ভাগ্য হবে কি আমার ?