পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণ । রৈবতক কাব্য । సిఆసి যিনি বিষ্ণু অবতীর, প্রকৃতি রাধিক র্যার, সত্যভামা রুক্মিণী কি ছার ! আমাদের প্রাণনাথ, দিদি, তিনি জগন্নাথ, আমাদের,সপত্নী সংসার ! ঐ কভু মানবী নয়, " কি হৃদয় প্রেমময় – জগতের পুণ্য প্রস্রবণ }, * সপত্নী ইহার আমি ? নহে যোগ্য।এ দেবীর দাসী হয়ে সেবিতে চরণ। কি যে পাপ অভিমান, হৃদয়েতে মূৰ্ত্তিমান 'কিছুতেই ধ্বংস নাহি হয় ; পরশি প্রাণেশ-অঙ্গ বহে যদি সমীরণ, ঈর্ষ্যালন্সে দহে এ হৃদয় । વનડ কি নাহি জানি, তুমি আমারই স্বামী, , ,তুমি সত্যভামার সংসার । জগং যে হয় হোক, তুমি যে সত্যভামার, সত্যভামা তেমতি তোমার ! ধীরে ੀਟਰ বামুদেব, * অধরে ঈষৎ হাসি, উপবনে দিলা দরশন। 彎 হাসি কুসুমবন, হাসি দুই নারী প্রাণে অমৃত বহিল সমীরণ । w কিবা দুই চিত্ৰ ! এক দিকে শাস্তি, দ্বিতীয়ে সময় ! এক দিকে বারি, অস্তে বৈশ্বানর। এক দিকে কুলু কুলু নিঝরিণী । অম্ভ দিকে বিধুনিত তরঙ্গিণী । এক দিকে মদ মলয়, পবন ।