পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>部 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । নীরবে থাকিত কি কে এ পোড়া হৃদয় ? ' তা নয়, খুলিয়া আহা ! পদয়ের দ্বার, —দুই ধরে বিগলিত আশ্র, দুই ধার,— । গাইতাম তোমা নাথ ! মনের হরষে, স্মরিলে, এখনো মন গলে ভক্তিরসে । হণ নাথ ! সে দিন মম ফিরিবে কি আর ? বসিবে কি নদীকূলে অভাগা আবার ? এবে কাদিতেছি বসে দুঃখনদীকূলে, সে সকল সুখ আমি গিয়াছি হে ভুলে । সে সকল সঙ্গী নাই নিকটে আমার ; ' আসিবে কি তারা কভু নিকটে আবার? 첫 কেন বা আসিবে ? আহা ! কে আসে এখন অভাগীর দীন ভােব করিয়া স্মরণ ? : যত দিন ধরে তরু ছায়া সুশোভিত, কে না হয় ছায় আশে তাহীর আশ্রিত ! নিদাধ অনলে তারে পোড়ায় যখন, ছায়। অশে, তার কাছে, কে করে গমন ? ভগ্ন উপকুল যবে হয় নিমগন, কে যায় বল না তীরে ধরিতে তখন ? ' নাহি মম সৌভাগ্যের ছায়াপরিসর । , শমিপ্রায় হৃদে অগ্নি জলে নিরস্তুর । নাহি সেই দিন মম, নাহি ধন জন, কে আমারে বন্ধু বলে ডাকিবে এখন ? হৃদয়ের বন্ধু যারা ছিলেন আমার, আমার হৃদয়াকাশ করিয়া অ ধার, অস্তপ্রায় ; নাহি আর তোম্বেন এখন, g