পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য : *०२२ আসিতেছে ক্ষিপ্ত মত্ত মাতঙ্গের মত রৈবতকে যে কৌশলে, নিজে রতিপতি নিশ্চয় মানিবে হারি ; মুক্ত আশা-পথ,— ধনঞ্জয় দুর্য্যোধন আকুল উভয়

  • রূপসী ভদ্র তরে ; ক্রুদ্ধ বলরাম এক দিকে ; অন্ত দিকে কৃষ্ণ পাপাশয় । আঁও শুভ পরিণ হবে সমাধান ! আগু রৈবতকমূলে হইবে নিৰ্ম্মল

বিপুল ক্ষপ্রিয়কুল,-যাদব কৌরব । ফুটিয়াছে স্বভদ্রাষ্ট্র বিবাহের ফুল, বাসুকি হইবে, কারু, স্বভদ্রাবল্লভ । তৃতীয় প্রহর নিশি করিব বিশ্রাম ক্লাস্ত দেহ পথশ্রমে, 鬱 纖 মুদিয়া নয়ন কুঁজেপেরে মহা মৃত্ত হইল শয়ন, " হাসি নিবারিয়া কারু সেবিছে চকুণ । কারু । (স্বগত) প্রকৃত অমঙ্গজেব ! কিবা চোক মুখ । কি নাসিক, কিবা গ্রীবা,-অনঙ্গ সকল ! মৃণাল-চরণ করে বিধিছে কণ্টক ; ৷ শ্বিত্র রোগে শ্বেত পয়চরণ যুগল ? এ কি শৰ —বাপ !-কিবা ধ্বনি নাসিকার । আরে গর্দভ যেন করিচ্ছে চীৎকার । শুনিলে ক্ষপ্রিয়ঞ্জাতি ভয়ে পলাইম্বা নিশ্চয় যাইত চলি ভারত ছাড়িয়া । সরি দাড়াইল বামা অন্ত বাতায়নে ,