পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । a ఫిక్క বসিলা পর্যাঙ্কে পরি— “দেবী কি মায়ান্টু কে তুমি ? এরূপে কেন ছলিলে আমায় ?” অতি ধীরে জানু পাতি বসি পদতলে, গুই করে দুই পদ করিয়া গ্রহণ,— কাতরে কহিল! ব'মা-—*ছলনা দাসীর ক্ষম কর "বীরমণি । ভেবেছি? মনে অজ্ঞাতে চরণাঙ্গুজে হইয়া বিদায় ছলনা করিব পূর্ণ। কিন্তু এই পাপে সতত,ব্যথিত প্রাণ করিলাম স্থির এই প্রায়শ্চিত্ত পদে কহিব দাসীর— আত্মপরিচয়, কিন্তু সেই শোকগীত করুণ হৃদয় তব করিবে ব্যথিত ।” আত্মবিশ্বণ্ঠের মত রছিল। চাহিয়া ফনী সে মুখ পানে-করুণার ছবি । কহিতে লাগিল বামা—“নাগবালা আমি নাগ্রকুলে জন্ম মম। নিবিড় কানন যে গগুরপ্রস্থ মাজি, শুনেছি তথায় পিতৃরাজ্য যুগব্যাপী অলকা সমান ছিল বিরাজিত, প্রভু ; পিতৃগণ মম শাসিতেন সেই রাজ্য প্রবল প্রতাপে । যেই রাজছত্র তথা আছিল স্থাপিত ছায়ায় ভারতভূমি ছিল আচ্ছাদিত । শুনিয়াছি, যৰে আৰ্য্য-বিপ্লব-ঝটিকা নিল উড়াষ্টয় সেই ছত্র বিশাল, খাওৰ করিয়া এই বনে পরিণত, ধ্বংস-শেৰ মাগজাতি লইল আশ্ৰয় ।