পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলা । কম্পিত হৃদয়ে ভয়ে ভ্ৰমিছে এখন। সূক্ষীর স্বরূপ নৈশ নিবিড় গগুন, , চেয়ে আছে প্রকাশিয়া সহস্র নয়ন। o § مم জীবন, পবন, এবে উভয়ে অচল,; নিদিত ধরার আর নাহি বহে শ্বাস; একটী পল্লব নাহি করে টল মল, একটা ফুলের নাহি সুরভি নিশ্বাস । নিদ্রার ক্ষোম, ক্ৰোড়ে করিয়া শয়ন, দিবসের শ্রম নর সুড়ায় এখন । & নাহি সে বিমল সুখ কপালে আমার, অভাগী নাহি শান্তি ঘবং জীবন ; পাবণের চিতাপ্রায়ু, হৃদয় যাহার, নিশীথে তেমনি জ্বলে দিবসে যেমন । কত করি অবিরত সাধিভু নিদ্রায়, বঁচাইতে শাস্তিরূপ শীতল ছায়ায় । وی যেই দিন পিতৃশোক ছুরিকা বিধম, কুটিয়াছে এ হৃদয়ে জেনেছি তখন, শুকাইবে আশালতা, শুকাবে মরম, তুড়িৎ-বাহত তরু শুকায় যেমন । সেই দিন হতে নিজা করে না বর্ষণ, শাস্তির শয্যায়, সুখ কুসুম পুত্তৰ ! 敬