পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । : ` e ) বিধবা কুটম্ব যারা, তাহীদের আশ্রধারা । নিরথিয়া কঁদে বাছা প্রণয়বৎসল; * কিসে দুঃখ দূর হবে চিন্তে না বিধান । br কেবা কৃষ্ণ, কেবা খৃষ্ট, কেবা রামমোহন, ধৰ্ম্ম করি, কি প্রকার, কেন মতান্তর, কিছুই না ভাবে না মনে, পুলকিত দরশনে অপুৰ্ব্ব জগৎশোভা অতীব সুন্দর, তথাপি অবোধ শিশু ধৰ্ম্মের জীবন । సె নাই চাহে ধৰ্ম্মনীতি; কখন না যায় * কেশবের সঙ্কীৰ্ত্তনে, দেবেন্দ্রসমাজে, . করি নেত্র নির্মীলন, করি আশ্র বরিষণ ডাকে না “দয়াল প্রভু”; কিংবা দিবা সাজে তুলিয়া ধৰ্ম্মের ধ্বজ পথে না বেড়ায় । సి 4 ওই দেখ তরুতলে প্রফুল্ল হৃদয়ে গাইতেছে উচ্চৈঃস্বরে না জানে কি গায় ; লতা পাতা জড় করি, কন্তু ভাঙ্গি পুনঃ গড়ি, হাসিতে হাসিতে দেখ পড়িছে ধরায়, হয় রে শৈশবকাল মুখের সময় । } \ চিত্ত কাল ভুজঙ্গিনী করে না দংশন; নিরাশ-প্রণয়-দুঃখে, দহে না জীবনঃ . জুরাকাঙ্ক্ষা পারাবার, বিশাল লহরী তার, খেলে না হৃদয়ে ; অহা ! জানে না এখন, মানব-জনম তার, দাসত্ব-জীবন।