পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অংকশ সুঞ্জিলী । ్సుsరి জঘন্ত দাসত্ব পাঠ শিখেছ এমন, উপাস্ত দেবতা তব মানব সকল ; শাকান্ন সম্বল তব ; অধীনতা ধন ; অহঙ্কার, অলঙ্কার, দাসত্বশৃঙ্খল । o কাহার ভারতবর্ষ ? এবে কণর করে ?— পড়িয়াছ রামায়ণ, পড়েছ ভারত, আর্যবংশকীৰ্ত্তিগ্রাম শ্রবণবিবরে পশেছে পবিত্র করি শ্রবণের পথ, জেনেছ কি কাহাদের ছিল এ ভারত ? কি কাজ জানিয়া ? আহা জানিয়া সকল ইচ্ছা হয় এই দণ্ডে ভুলি স্বপ্লবৎ, “না জানিলে সুখ যদি জানিয়া কি ফল ?

  • জন্মেনি তোমার পিতঃ ! এ সব কুজ্ঞান।

জান নাহি বাঙ্গালির দুরদৃষ্ট হয় । অপমান মনে কর পরম সন্মান, তুমি কেন না মজিবে সংসারমায়ায় ? যে কার্য্যে আমার বুক বিদরিয়া যায়, সে সব তোমার কাছে কৰ্ত্তব্যে গণিত । স্বদেশের সমাজের নাহি কোন দায়, নহ নিজ অবস্থায় কিঞ্চিত দুঃখিত । సి স্বশিক্ষিত বাঙ্গালির যতেক যন্ত্রণা, • অভাগার যে অনলে দহিছে হৃদয়, কেমনে জানিবে তুমি কত বিড়ম্বন সহিয়াছি প্রতিদিন, প্রাণে নাহি সয় ।