পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سوالا ہو নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আর দহিবে না এই তাপিত অন্তর, শরীরজনিত যত পাপ-যাতনায়; মনের সন্দেহ যত হইবে অস্তুর, ঘুচিবেক অনিশ্চিত পরকাল দায় । ২৬ যে আনন্দ রাজ্যে আজি করিব প্রবেশ, পবিত্র মঙ্গল ধাম পূর্ণ জ্যোতিৰ্ম্ময় ! জিত জেতৃ সেই থানে এক নিৰ্ব্বিশেষ, *চিহ্নিত চিহ্নিত” কারে বিশেষণ নয় । একই পিতার পুত্র, এই পরিচয় । থাকিবে না বর্ণভেদ, কলবর্ণ-দায়, ঘুচাবেন অধীনতা প্রভু দয়াময়, দহিবে না দন্তপূর্ণ বাক্যের জলায় । ২ ৭ পূর্ণ আলোকেতে বসি পলকিত মনে, আনন্দে করিব সেবা, রাজার রাজাপু, কিবা কল, কিবা শ্বেত, তাহার নয়নে তুল্যরূপ, বৰ্ণভেদে নহি পুরস্কার । সকলে সমান দয়া, সমান বিচার, সৰ্ব্বত্র রাজ্যের বিধি সমান সরল,— মঙ্গল ইচ্ছায় পূর্ণ পাপী দুরাচার, পবিত্র হইতে দণ্ড পাইবে কেবল ।

  1. &br যবনিকা ক্রমে ক্রমে হতেছে পতন, হইতেছে রঙ্গভূমি ক্রমে অলক্ষিত;