পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:శిe নবীনচন্দ্রে গ্রন্থাবলী । এমন স্বভাবশোভা নাহি এ ধরায়, যাহা নাহি শশধর দেখিবে তথায় । সর সর স্বরে কত শত নিঝরিণী, বহিতেছে এক তানে দিবস যাযিনী। চক্রাকারে বেষ্টি তারে তরুলতাগণ, সে স্বর নিম্পন্দভাবে করিছে শ্রবণ । কেবল নিকুঞ্জ-কবি ঝাউ সন সনে, প্রকৃতিকে ধীরে ধীরে নিদ্রায় মগনে । সুবিস্তৃত স্রোতস্বতী প্রসারিয়া কায়, শোভিছে রজতাকীর্ণ রঙ্গ-ভূমি প্রায় ; নাচিছে হিল্লোলমালা চুম্বিয় রজনী, দুই তীরে তরুশ্রেণী হাসিছে অমনি । প্রাচীর কিরীটশিরে উচ্চ গিরিগণ আনন্দে অপসরাপুরি করিছে রক্ষণ । মনসুখে প্রভিবাসী করে দিন ক্ষয়, নাহি সম্পদের চিস্তা, দরিদ্রতা-ভয় । আলোকিত পর্ণমূহ প্রদীপ শিখায় ; কিন্তু সেই ক্ষীণালোকে দেখা নাহি য়ায় আমোদের মূৰ্ত্তি, কিবা দুর্ভিক্ষ অনল, আপন মনের সুখে রয়েছে সকল । যেই গৃহে নাহি আলো লোকের সঞ্চার, নিশানাথ ! সেই শূন্ত-গৃহ অভাগার। অধিষ্ঠাত অধিষ্ঠাত্রী, যুগল ইহার, বিসর্জন করিয়াছে কাল দ্বরাচার, অনন্ত জীবন জলে ; উপাসক দল অনাহারে, দেশাস্তরে, মরিছে সকল ।