পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । . ১২১ পুণ্যবান গৃহস্বামী ছিলেন যখন, আনন্দে নাচিত এই অর্ণধার ভবন । এবে যেই গৃহ যেন বিরল বিজন, টিকটিকিপতন, কিংবা মূীকপীড়ন,— এই দুই শব্দ ভিন্ন কিছু নাহি অার নির্জনতা বিঘ্ন রূপে, অদৃষ্ট তুৰ্ব্বার ! সেই গৃহ ছিল যেন উৎসব-আলয়, ' জনতায় পরিপূর্ণ কত নিরাশ্রয় ইহার ছায়ায় লব্ধ হয়েছে জীবন ! এবে*তার সৌভাগ্যের উচ্চ সিংহাসন করিয়াছে আরোহণ, গৃহস্বামী হায় ! হারাইয় প্রাণ, মান, সম্পদ, সহায়, পর-উপুকার-ব্রতে, চিস্তার অনলে পড়িলেন শুষ্ক হয়ে কালের কবলে । পৃথিবীতে চিহ্ন মাত্র আছে পঞ্চ জন হতভাগ, আর এই সমাধিভবন।

  • সমাজের শিরোমণি, সদগুণভাণ্ডার, বিপদে প্রসন্ন মুখ, মোহন আকার, সরল হৃদয় পরদুঃখে ম্রিয়মণ, প্রীতিরসে নেত্রদ্বয় সদা ভাসমান, চতুর, মধুরভাষী, সাহসে অতুল, এদেশে ছজন নাহি তার সমতুল । কিন্তু এই গুণরাশি নারিল রোধিতে করাল কালের গতি, এই অবনীতে দ্বিতীয় আশ্রয় মম কেহ নাহি সুরি, শ্রদ্ধার আলয় মম হয়েছে অ ধার । ,

8