পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ১২৩ অভাগা যেখানে থাকে, দেখিবে তাহায় জাওতে কল্পন-নেত্ৰে, স্বপনে নিদ্রায় ! অবলা-বান্ধব । b தி. বঙ্গের অবলাগণ । এতদিন পরে, সেঁহাইল আমাদের বিষাদ-শর্বরী ; কি সুখেদু স্রোত আজি বহি’ছে অন্তরে, পুলকে কোমল অঙ্গ উঠিছে শিহরি’ ! “ বুচাইতে অবলার ছরদৃষ্ট সব, মিলাইল বিধি এই অবলাবান্ধব । २ অবলা অদৃষ্টাবাশে এতদিন পরে, একটা নক্ষত্র এই হইল উদয় ; ইহার বিমলালেকে মন-সরোবরে, বিকশিত হ’বে নারী-জ্ঞান-কিসলয় । বঙ্গের সমাজ-শোভা সৌরভে তাহার মোহিত হইবে, সুখে ভাসিবে সংসার । \) ভগ্নীগণ । পিঞ্জরে আবদ্ধ যেন বনবিহঙ্গিনী, আর র্ক দিব না দুঃখে বসিয়া,বিজনে ; { অরণ্যে রোদন যেন ), শোক-প্রবাহিণী উচ্ছসিত হইবে না নির্গম বিহনে ।