পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ নবীনচন্দ্রের গ্রাবলী । S$ কেবল কোমল কণ্ঠে তরল বচনে, নিরখিয়া কমনীয় কুসুম-কানন, নিরখি’ বিকচ ফুল প্রীতিফুল্ল মনে, ডাকিব করুণাময়ে মুদিয়া নয়ন । বিহঙ্গ-কুজন শুনি’, পবন-স্বনন, করিব প্রেমাদ্র চিত্ত র্তাহীতে মগন ।

  • ১২ জ, মা বলি গলা ধরি কোলের বাছনি

মধুর অস্ফট স্বরে ডাকিবে যখন, অদরে কোমল মুখ চুম্বিতে অমনি প্রীতিভরে পরমেশে করিব স্মরণ । পতির পবিত্র প্রেমে, মায়ের মায়াম নিরর্থিব দয়া তPর প্রতিবিম্ব প্রায় । S$) কেবল অনাথা যত বিধবা ভগিনী, তাহাদের সমদুঃখে হইয়া দুঃখিনী, কিংবা পতিপ্রেমে দুঃখী যেই অভাগিনী, তোমকে শুন’ব তা’র বিষাদ কাহিনী । কৌলিন্য-কবল কাল যেই অবলার, শুনা’ব কতর স্বরে তা’র হাহাকার ।