পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । ృ96 , সখি রে ! তারে যে পাবার নয় জেনেছি তা অস্তরে ; তবে কেন দিবা নিশি ভাসি দুঃখ-সাগরে ? ছাড়িয়া গিয়াছে যবে, আর কি আমার হবে, উড়ে গেলে পাখি পুনঃ ফিরে কি সে পিঞ্জরে ? ওলো সখি, জেনেছি তা অস্তরে । Ç o সখি রে ! ঠেলে এ বসন্তকাল আবার সে আসিবে, নীরবি বিহঙ্গকুল পুনৰ্ব্বার গাইবে ; ফুটবে কুসুমগণ, বহিবে এ সমীরণ ; কিন্তু সেই পাখি পুনঃ পিঞ্জরে না ফিরিবে, প্রেম পাখি পিঞ্জরে না বসিবে l وهنا সখি রে । শুকাইবে এই ফুল ; কিন্তু পুনঃ দেখিবে, এ ফুল ফুটিয়া পুনঃ স্বসৌরভে ভরিবে । এ হৃদয়ে পুনৰ্ব্বার, সেই প্রেম সুধাসার, এই জন্মে প্রিয়সখি আর নাহি বহিবে, এই জন্মে আর নাহি ফিরিবে । সখি রে । কিন্তু সেই প্রেমধারা যেই থানে বহেছে, গভীর বিচ্ছেদরেখা সেই খানে রহেছে।