পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । থেকে থেকে ভীম করিছে গর্জন, কঁাপিতেছে গঙ্গা, পৃথিবী, গগন । হতেছে বিরাটপৰ্ব্ব অভিনয় নিতান্ত অসভ্য কিন্তু সমুদয় । ఫి ఫి ভীমের ভৎসনা শুনিয়া শ্রবণে না জানি কি ভাব উথলিল মনে, উড়িল মানস, স্থির নয়নে • চাহিয়া রহিনু শূন্ত দরশনে ;– সুনীতরণী, আলো রাশি রাশি, ঘুরিতে লাগিল, পুরী বারাণসী ৷ >\○ না জানি এ ভাবে ছিমু কত ক্ষণ, কাল পরিমাণ নাহিক স্মরণ । একটী বাসনা বিদ্যুৎ মতন, উদয় হৃদয়ে হইল তখন । ইচ্ছা হলো বলি হাত দিয়া বুকে, “বিজয়নগর’ নৃপতি-সন্মুখে । $ 3 ছি ছি মহারাজ, কি বলিব হায় ! খেদে এই বুক বিদরিয়া যায়, তোমাকে নৃপতি কিসে শোভা পায় এ সব আমোদ বলনা আমায় ? ও পাষাণ মুখে হাসিছ কেমনে ? সহিছ কেমনে ও পাষাণ-মনে ? >8ぐ) 鄰