পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S88 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । 沙掌 শুন মহারাজ ভীমের গর্জন— “দিব প্রতিফল কীচকে, রাজন । মরিব পাপিষ্ঠে, বধিব জীবন, এত অপমান, পাণ্ডুর নন্দন । দণও অনুমতি, দাও মহারাজ, জ্বলিছে হৃদয় নাহি সহে ব্যাজ డిస్క్రీ. - “দেখ পরাধীন কৃষ্ণার বদন অপমানে আহা ! মলিন কেমন । দেখ দেখ তার সজল নয়ন নিস্তেজ, নিরাভা, করুণদর্শন । একে পরাধীন তাহে অপমান, কত সবে আহা অবলার প্রাণ’ ! - > ዓ একে পরাধীন, তাহে অপমান, কত সবে বল আমাদের প্রাণ ! একে পরাধীন, তাহে অপমান, কত সবে আহা, ভারতের প্রাণ । নাহি ভীমসেন, হতভাগিনীর করিতে উদ্ধার, নাহি কোন বীর । >切r কি ছাই দেখিছ ! কি ছাই হাসিছ । কাহীদের এই বীরত্ব দেখিছ ? এক.বারও কি মনেতে ভাবিছ কাহীদের এক্ট বীরত্ব দেৰিছ ?