পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী l * 8సి পাছে বিধাতার স্থষ্টির কৌশল, না দেখিতে পায় মনুজ সকল, তাই এ ময়না উদ্যানে উষ্ঠানে বাধ বধে ফিরে কটাক্ষ বাণে । ు নাচরে ময়ন ! নাচরে অবfর । দুই কর তুলি নাচ আর বার ! চন্দ্র নিন হতে ঢাল এক বার, sালরে সঙ্গীত অমৃতের ধার ! কি কুটাক্ষ ! হ’লে জেনেছি এবার, কাশী-নরেশের হৃদয়বিদার । ‘ඔුද් সাণী-নরেশ । এ পদ্ধতি হায় । লল মহারাজ কে দিল তোমায় ? যার ঈশ তুমি সে নর কোথায়, ইংরাজের রাজ্য কাশী সমুদয় ? অর্থহীন এই পদ্ধতি তোমার, মাথা নাহি যার মাথাব্যথা তার । ల': বাচলেম বাপ ! শূন্ত সিংহাসন, যiহাতে স্বাধীন ছত্রধরগণ বিরাজিত, কাশীনরেশে এখন কলুষিত করি নাহি প্রয়োজন। এই সিংহাসন, সিংহের আসন, শৃগালেতে শোভা হবে না কখন ।