পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী। ృ& কি লিখিব । কি লিখিব ? আশৈশব যারে মনে প্রাণে বাসিয়াছি ভাল, সেই কুসুম কামিনী হস্ৰ যোজন দুরে, বিরলেতে অস্তঃপুরে, স্মরণ করেছে আজি শৈশব সঙ্গিনী । 는, .কি লিখিব ? হুকুমার শৈশব সময়ে নিরমল চিত্ত যবে, হৃদয় উদ্যানে যে কুইম স্বকোমল, বিরাজিত অবিরল, হেরে সুমধুর হাসি, বাসিতাম প্রাণে । 她 \ు) নিদারুণ দেশাচার উপাড়িয়া বলে, অপর অদৃষ্ট ক্ষেত্রে করিল রোপণ ; এই জনমের মত, সে আশা হয়েছে হত,-— কি লিখিব ? অামার সে শৈশব স্বপন ! 3 স্থানান্তরে মনান্তর হইয়াছে তার ভেবেছিন্তু মনে, আমি পাইব না তারে; একি শুনি পুনৰ্ব্বার, এখনও সে অামার, কি লিখিব আমার সে প্রেমপ্রতিমারে ? (R লিখিয়াছে—পর তুমি ভুলিতে আমায় আমি পারিব না কভু ভুলিতে তোমায়,”— ঘুচিল সন্দেহ মম, আমার জীবন-সম আছে মম; তবে কেন কি লিখিব তারে ।