পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ు দহিয়া দহিয়া সেই বিষম আগুনে, তরল হৃদয় তার হয়েছে পাষাণ, কারে মূৰ্ত্তি কদাচিত, হইবে না মুদ্রাঙ্কিত, কোমল হৃদয় এবে বিকট শ্মশান । *

সুকুমার প্রেমলতা এমন পাষণে, জন্মিবে না কোন কালে ; হায় রে অবলা ! এমন অমূল্য ধন, কিসে দিয়ে বিমূর্তন, রহিয়াছ সুখে, পাপ-নেসীয় বিহবল ৷ పిy বল প্রিয়ে ! এ জীবনে কি সুখ তোমার ? এ বিস্তীর্ণ বিশ্বরাজ্যে নাহি এক জন, আমার বলিয়ে যারে, বরিবে প্রণয়-হারে প্রদানিলে যাহারে হৃদয়-সিংহাসন । ఫి సె উনবিংশতি বর্ষ প্রায় সমাগত, বল প্রিয়ে এ বয়সে ভ্ৰমেও কপন নিরমল ভালবাসা, বিশুদ্ধ প্রণয় আশা, দিয়াছে কি কোন জন, পেয়েছ কখন ? A. 는 o সংসার কুহক যদি সত্য বুঝে থাকি, “আমার” শব্দেতে সৰ্ব্ব সুখ পরিণত ; সে অামার, অামি তার, ইহা মনে আছে যার আবির্ভাব স্বৰ্গ সু সূ চিত্ত্বে অবিরত ।