পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>なb" নবীনচন্দ্রের গ্রন্থাবলী । وعا "দক্ষিণ সাগরে ব্যাপিয়া মুদূরে, কি চঞ্চল শোভা —লীলা নীলিমার ! কি সুন্দর শোভা সুধাংশুর করে, চঞ্চল সমীরে শ্রাম বসুধার ! সুধাংশুর করে এবে একাকার শু্যাম বসুন্ধরা, সুনীল সাগর । মৰ্ত্তা প্রকৃতির উত্তরীয় হার শোভে মধ্যে শ্বেত বেলা মনোহর 8 “উঠ” প্রাণনাথ —উঠ, শৈলেশ্বর ! শীরদ ষষ্ঠীর চন্দ্ৰমা-কিরণে রজতমণ্ডিত থও জলধর ভসে কটিদেশে চল সমীরণে । আহা ! শরতের পূর্ণচন্দ্র জিনি পশ্চিম গগনে শোভি’ছে আমার উমার বদন,—উমা ত্রিনয়নী বৎসর অন্তরে অসি’ছে অ'লার ! &

  • কত চন্দ্র আজি আকাশে উদয়,

দেখ হিমালয়, মেলিয়া নয়ন; শারদ চন্দ্রিকা হইয়াছে লয়, তপ্তকাঞ্চনাভা পূর্ণিত গগন । তপ্তকাঞ্চনাভা উপর-গগনে ! তপ্তকাঞ্চনাভা মধ্য-মেঘজালে । তপ্তকাঞ্চনাভ সাগর-দপণে ! তপ্ত কাঞ্চনাত্ত বসুধা শ্রাণমলে ।