পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । , $3 বাজি’ছে ভারতে প্রভাত আরতি ; • উঠিছে আকাশে আনন্দ-নিক্কণ ; বৎসর অন্তরে যাও, হৈমবতি, দুঃখিনী ভারত জুড়া’ক জীবন ’ ❖ፃ এস হৈমবতি, এস মা ভারতে, বঙ্গকবি, মাতা ! করে আবাহন; এস মা, ভারতে কল্পনার রথে, দশভূজারূপে উজলি’ গগন । উঠ, বলহীন ভারত-সন্তান ! পূর্ণজ্ঞাগুলোকে কর দরশন, হ’তেছে ভারতে দেখ অধিষ্ঠান মহাশক্তি ; উঠ, কর আবাহন ! এক দিন । to: * এক দিন,—প্রিয়তমে ! আছে কি স্মরণ ? নহে বহু দিন গত, এই জনমের মত পেয়েছিনু এক দিন যে মুখ-রতন ; এ জনমে আর নাহি পাইব তেমন । 을 কাৰ্য্যস্থান হ’তে অতি ক্লাস্ত কলেবরে, প্রায় অবসন্ধ-প্রাণে, দীর্ঘ-দিবা অবসানে আসিয়াছি, শ্রমে ভারি বিষন্ন অন্তরে,— মস্ত যায় দিনমণি অমল অম্বরে । 臺