পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ নবীনচন্দ্রের এস্থাবলী । లి সেই দিন—সেই সুখ—আবার—আবার পড়িতেছে মনে, প্রিয়ে ! তোমারে হৃদয়ে :ি বলেছিন্ন, পড়ে মনে ?—“প্রেয়সি । আমার, আমার মতন স্থপী কেহ নাহি আর ”

  • S 3 সেই দিন,—প্রিয়তমে ! থাকিবে স্মরণ, জীবন হইবে গত, কিস্ত জনমের মত

পেয়েছিনু এক দিন যে সুখ রতন, পুরাতলে আর নাহি পাহব তেমন । জুমিয়া জীবন।* নিবিড় কানন ; নেত্র যে দিকে ফিরাই,-- অনন্ত পাদপ-শ্রেণী, লতাগুল্মবন । অভ্ৰভেদি-গিরি-শিরে, কিবা নীল নদীতীরে, জলে, স্থলে, কি গহবরে—নিবিড় কানন । .--ജബ്

  • { চট্টগ্রামের পাৰ্ব্বত্য অঞ্চলে “জুমিয়া” নামক এক । অসভ্য মগজাতি আছে । ইহারা "কুকি” ব1 “লুসাই” দিগের ততদূত্র হিংস্র জন্তুর মধ্যে পরিগণিত নহে, অথচ বাঙ্গালীদে ততদূর সভ্যও নহে। ইহারা বৎসর বৎসর বাসস্থান পরিবর্তন ' ষে বৎসর যেখানে অবস্থিতি কহিবে, স্ত্রীপুত্র একত্র ই পনের জঙ্গল পরিষ্কার করিয়া, তাহাতে আগুন দিয়া “ ।