পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> a 3 নবীনচন্দ্রের এস্থাবলী । & যেই দৃঢ় আলিঙ্গনে কানন-বল্লরী বেষ্টিয়াছে প্রেমভরে দীর্ঘ তরুবর, বিচ্ছিন্ন করিতে ত’রে প্রভঞ্জন নাহি পরে, । আরণ্য প্রণয়, মরি, অতি মনোহর । پاسخ ۹ ততোধিক মনোহর- - ওই তর তলে, ভূতলে “জুমিয়া” ওই করিয়া শয়ন, পাশে বসে প্রণয়িনী, শৈলস্থত গৌরঙ্গিণী,— · ততোধিক মনোহর তাদের জীবন ; মূৰ্ত্তিমতী সরলতা জুমিয়া রমণী, সরল বচন, আহা ; সরল দর্শন ; সরল মধুর হাসি, সরল সৌন্দৰ্য্যরাশি, অকৃত্রিম সরলতাপুরিত জীবন । b" সুবর্ণদৰ্পণ-সম, অতি সমুজ্জ্বল, শোভে অৰ্দ্ধ-অনাবৃত চারু বক্ষঃস্থল, স্বগোল নিটোল ভূজ, চারুনেত্র নীলাম্বুজ, চন্দ্রের কলঙ্ক, নত-নাসিক কেবল ।