পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ግ¢ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ১৩ কুটিল কটাক্ষপূর্ণ নহে সে দর্শন ; নহে সে সরল হাসি কুটিলতাময় । মোহিল জুমিয়া মন, হাসিয়া সে সেইক্ষণ, চুম্বিল প্রিয়ার মুখ—অমৃত-আলয়। , oto সভ্যতার অসভ্যতা সহিতে না পারি, পবিত্র দাম্পত্যপ্রেম—অপার্থিৰ ধন, ছাড়া’তে সভ্যতা-দায়, পশেছে অরণ্যে, হায় । প্রেমের আবহ ওই জুমিয়া জীবন। 3& পতিপত্নী একচিত্ত, একই জীবন ; উভয় জীবন-স্রোতঃ বিবাহ অবধি, গঙ্গা যমুনার মত, এক অঙ্গে পরিণত, একই বিমল স্রোতে বহে নিরবধি । > * দিবসষাদিনী, বন-কপোত যেমন, একত্র আহার, বনে একত্র ভ্রমণ, একত্র প্রবেশি বন, কাটে “জোম,” দুই জন, একত্র ফিরিয়া মঞ্চে একত্র শয়ন ।