পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । وی سوالا ছিড়িল, কণ্টকবৃন্ত কাল-ভুজঙ্গিনী ! রাগি স্মৃতি রূপে, সেই দুঃখের কাহিনী । もデ জানি না, কি জান না ? কি বলিব, হায় ! ওই গোলাপের মত, এই প্রেম শত শত পও হ’য়ে পড়িয়ছে বিচ্ছেদের ঘায় ; বিস্তুতির পঙ্কে তা’রে, চাহি আমি মিশ’ বারে’ কিন্তু সেই প্রেম, প্রিয়ে ! মিশন কি যায় ? অমৃত কেমনে বল মিশা’ৰ ধূলায় ? ' ' స * মনে কর, মিশালেম বিস্কৃতি-সাগরে ; প্রেম যেন এইক্ষণ করিলাম বিসর্জন, কিন্তু এ স্মৃতির স্রোত কে রোধিতে পারে ? সুখদুঃখ, ভালবাসা, নিরাশ প্রণয়-আশা, ইচ্ছা করে কে কখন পারে ভুলিবারে ? ইচ্ছা করে কে বাধিতে পারে পারাবারে ? . So যে দিকে ফিরাই আণধি,—করি দরশন কত প্রিয় নিদর্শন, করে অণথি আকর্ষণ, কত শত গত কথা করায় স্মরণ ; আজি যে গোলাপ ফুল, এই কবিতার মূল, এ গোলাপ যখনই করি নিরীক্ষণ, মনে পড়ে—প্রিয়তমে ! হয় কি স্মরণ ? > * দুইটী গোলাপ ফুল পূর্ণ বিকসিত একদা আদরে তুলে, পরালেম কর্ণমূলে, ঈষৎ হাসিতে মুখ করিল রঞ্জিত,